জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জে চোলাই মদের বিষক্রিয়ায় সন্দেহ, রহস্যজনকভাবে প্রাণ হারালেন ৪ জন

হবিগঞ্জ শহরে চোলাই মদের বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এখনো মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহতরা হলেন—
চৌধুরী বাজারের চায়ের দোকানের কর্মচারি অপু দাস (৩৭), ট্রাফিক পয়েন্ট এলাকার সেলুন ব্যবসায়ী রতন শীল (৫৫), একই এলাকার চা স্টল ব্যবসায়ী নিকুঞ্জ দাস (৪৬) এবং উমেদনগর গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর মিয়া (৫৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই চৌধুরী বাজার পুলিশ ফাঁড়ির পাশের সুইপার কলোনি এলাকা থেকে কয়েকজন ব্যক্তি চোলাই মদ সংগ্রহ করেন বলে সন্দেহ করা হচ্ছে। এরপরই ওই চারজন অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অবস্থায় তাদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৬ জুলাই রাতে প্রথমে জাহাঙ্গীর মারা যান। পরদিন ১৭ জুলাই মারা যান বাকি তিনজন। তাদের মধ্যে কেউ হৃদরোগে, কেউ স্ট্রোকে আক্রান্ত বলে হাসপাতালের ভর্তি কাগজে উল্লেখ রয়েছে।

এ বিষয়ে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন শাহিন জানান,

“নিহতদের মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। পরিবারগুলো মৃত্যুকে স্বাভাবিক বলে মনে করে দাফন ও সৎকার শেষ করেছে। কারও মৃত্যুর ঘটনায় মদ্যপানের প্রমাণ পেলে অবশ্যই পোস্টমর্টেম করানো হতো। তারপরও আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছি।”

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সুইপার কলোনি এলাকায় অবৈধভাবে চোলাই মদ তৈরি ও বিক্রি হয়ে আসছে। প্রশাসনের নাকের ডগায় এসব চললেও কার্যকর কোনো অভিযান বা পদক্ষেপ দেখা যায়নি।

এদিকে সচেতন মহল বলছেন, এ ধরনের মৃত্যুর ঘটনার পুনরাবৃত্তি রোধে এখনই অবৈধ মদ উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।