24 C
Habiganj
মঙ্গলবার, ২৪ মে ২০২২

আজমিরীগঞ্জে তাসনুভা শামিম ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

হবিগঞ্জের আজমিরীগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী,বিধবা ও অসহায়দের মাঝে তাসনুভা শামিম ফাউন্ডেশনের উদ্দোগে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে৷ ২৭ আগস্ট বৃহস্পতিবার বিকালে আজমিরীগঞ্জের শিবপাশা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠিত হয়৷

ফাউন্ডেশনের কার্যনির্বাহী সভাপতি এএসএম মহসিন চৌধুরীর  সভাপতিত্বে এবং কার্যনির্বাহী সদস্য ও খাদ্য সহয়তা বিতরণ কর্মসূচীর আহবায়ক সাংবাদিক শরিফ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মর্তুজা হাসান৷ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ডাঃ মোঃ আব্দুল হাই,শিবপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ তফছির মিয়া,শিবপাশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন চৌধুরী৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শামসুদ্দিন রাজন৷

বক্তব্য দেন, এলাকার বিশিষ্ট সমাজ সেবক ডাঃ মোঃ নুরুল হক,শিবপাশা বাজার কমিটির সভাপতি ডাঃ সাদেকুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ শরিফ উদ্দিন,বিশিষ্ট সমাজ সেবক খালেদ হোসেন চৌধুরী, ফাউন্ডেশনের সহ সভাপতি পঙ্কজ কান্তি পল্লব , যুগ্ম সাধারন সম্পাদক শেখ ফয়জুল হক,আজমিরিগঞ্জ উপজেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ লুৎফুর রহমান, এলাকার বিশিষ্ট মুরব্বী মোঃ আব্দুল আওয়াল,শিবপাশা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আলী মোহাম্মদ।

অনুষ্ঠানে শিবপাশা ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্হ ৫৭ জন প্রতিবন্ধী,বিধবা ও অসহায়দের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়৷
এছাড়া উপস্থিত ছিলেন সংগঠন এর কোষাধ্যক্ষ শেখ জামাল,কার্যনির্বাহী সদস্য রোটারিয়ান মান্না আহমেদ সহ এলাকার মুরুব্বিয়ান ও যুব সমাজ৷

এদিকে এ ত্রান বিতরণ কর্মসূচীতে যারা সহযোগিতা করেছেন, তারা হলেন- ইংল্যান্ড প্রবাসী ডাঃ ইসলাম, ফাউন্ডেশনের উপদেষ্টা ডাঃ জমির আলী,তাহমিনা বেগম গিনী ও প্রধান শিক্ষক রহিমা আখতার শম্পা।

মনবতার কল্যানে এগিয়ে আসার জন্য তাদের প্রতিও কৃতজ্ঞ প্রকাশ করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাগর আহমেদ শামীম ও প্রধান উপদেষ্টা সিলেট রেঞ্জ এর অতিরিক্ত ডিআইজি জনাব জয়দেব কুমার ভদ্র ময়োদয়।

উল্লেখ্য,তাসনুভা শামিম ফাউন্ডেশন ২০১৩ সাল থেকে আর্তমানবতার সেবায় সমাজের অবহেলিত প্রতিবন্ধী মানুষদের কল্যাণে নানা ধরনের উন্নয়নমুলক কাজ করে যাচ্ছে৷

প্রিয় পাঠক

আপনার আশেপাশের যে কোন সমস্যার কথা আমাদেরকে লিখে পাঠান। এলাকার সম্ভাবনার কথা, মাদক, দুর্নীতি, অনিয়ম আর সন্ত্রাসী কর্মকান্ডের বিষয়ে সুনির্দিষ্ট তথ্যসহ পাঠিয়ে দিন আমাদের ই-মেইলে।
ই-মেইলঃ habiganjnews24@hotmail.com

আমাদের সাথে থাকুন

44,536FansLike
54,367FollowersFollow
4,359FollowersFollow
5,632SubscribersSubscribe

ক্যালেন্ডার