১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
বিকাল ৩:২৩

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

জাতীয় শিশু একাডেমি পুরস্কারে বানিয়াচংয়ের ছেলে রাহুলের কৃতিত্ব

জাতীয় শিশু একাডেমি পুরস্কার প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জন করেছেন রাহুল।প্রতিযোগী জাহিন চৌধুরী রাহুল বিভাগীয় পর্যায়ে (ব্যাডমিন্টন) প্রতিযোগিতায় ৩য় স্হান অর্জন করেছেন তিনি।

এগারো বছর বয়সী রাহুল হ‌বিগ‌ঞ্জের বানিয়াচং উপজেলা সদরের অন্তর্ভুক্ত ২ নম্বর উত্তর -পশ্চিম ইউনিয়নের চানপাড়া গ্রামের মোঃ উস্তার চৌধুরী এবং মোছাঃ হুসনা আক্তারের ছেলে।
(২৯ মে) রবিবার সিলেট বিভাগীয় পর্যায়ে ব্যাডমিন্টন(বালক) প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সে।

সেখান থেকে সে বিভাগীয় পর্যায়ে উক্ত প্রতিযোগিতায় ৩য় স্হান অর্জন করে।এর আগে সে বানিয়াচং উপজেলা এবং হবিগঞ্জ জেলা পর্যায়ে ১ম স্হান অর্জন করার কৃতিত্ব অর্জন করে।জাহিন চৌধুরী রাহুল বানিয়াচংয়ের অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। রাহুলের এই সাফল্যে তাঁর শিক্ষক -শিক্ষিকা, বন্ধু -বান্ধব এলাকবাসী তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এ ব্যাপারে রাহুলের বাবা মোঃ উস্তার চৌধুরী বলেন,ছেলে বিভাগীয় পর্যায়ে ৩য় স্হান অর্জন করেছে এটা আমাদের জন্য অন্তত আনন্দের বিষয়। আশা করি আগামী বছর আমার ছেলে জাতীয় পর্যায়ে ব্যাডমিন্টন খেলার কৃতিত্ব অর্জন করবে। অপরদিকে রাহুলের মা মোছাঃ হুসনা আক্তার বলেন,ছেলের সাফল্যটা কে নিজের সাফল্য মনে হচ্ছে। এলাকার সবাই এবং আমরা রাহুলের এই সাফল্যকে নিয়ে গর্বিত। আশা করি রাহুল ভবিষ্যত জীবনে আমাদেরকে আরো ভালো সাফল্য উপহার দিবে।জাহিন চৌধুরী রাহুলের এই সাফল্যে রাহুলের বাবা-মা সর্বস্তরের মানুষের দোয়া চেয়েছেন।