২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ৯:১৮

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

বানিয়াচংয়ে ছাত্র জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত ৩

জেলার বানিয়াচংয়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ৩ জন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশসহ আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন।
সোমবার সকাল ১১টর সময়  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভব্দরা মিছিল নিয়ে বড় বাজার থেকে থানার দিকে আসতে থাকেন। এসময় ঈদ গায়ের সামনে আন্দোলনকারীদের বাধা দেয় পুলিশ। একপর্যায়ে সংঘর্ষে  জরিয়ে পরে। আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল ছুঁড়তে থাকলে পুলিশ রাবার বুলেট, কাদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ছুড়তে থাকে। এক পর্যায়ে পুলিশ পিছু হঠলে আন্দোলনকারীরা থানায় হামলা করে।  একপর্যায়ে বিক্ষোভত জনতা থানায় আগুন ধরিয়ে দেয়।
দুপুর ২.১০ মিনিট পর্যন্ত সংঘর্ষ চলছে বলে জানা গেছে। হবিগঞ্জের সিভিল সার্জন নূরুল হক বলেন, গুলিবিদ্ধ হয়ে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে ৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২ জনের বয়স ১৮ থেকে ২০ বছর আর অপর জন অর্ধবয়স্ক।