হবিগঞ্জের বানিয়াচংয়ে এই প্রথম”ডেভিড হান্ট” অপারেশনে ৯ মার্ডার মামলার এক পলাতক আসামীকে গ্রেফতার করলো পুলিশ।
সূত্রে জানা যায়, গত১৪ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে বানিয়াচং উপজেলা সদরের ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের যাত্রাপাশা গ্রামে অভিযান পরিচালনা করে থানা পুলিশ।
পুলিশের অভিযান চলাকালে ৯ মার্ডার মামলার এক পলাতক আসামী বানিয়াচং উপজেলার আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী রহমান মাস্টার এর আপন ছোট্ট ভাই আলাউদ্দিন মোল্লাকে (৪৭) গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত আলাউদ্দিন নাইন মার্ডার মামলার ১২৪নং আসামী যাত্রাপাশা গ্রামের মৃত রেজাক উল্বার পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়,গত ৫ আগষ্ট বৈষম্যবিরোধী এক দফা ছাত্র আন্দোলন চলাকালে পুলিশ আন্দোলনকারীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
উক্ত সংঘর্ষে সাংবাদিক,পুলিশসহ ১০ জনের প্রানহানী হয়।
এর মধ্যে ৯জনের হত্যার অভিযোগে নিহত এক শিশুর পিতা ৪৬০জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এই হত্যা মামলার আসামী ছিলো গ্রেফতারকৃত আলাউদ্দিন। দীর্ঘ ৬ মাস পলাতক থাকার পর ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মোস্তাফার নেতৃত্বে একদল পুলিশ যাত্রাপাশা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এছাড়াও অন্যান্য আসামী গ্রেফতারে পুলিশ অভিযান পরিচালনা করার খবর পাওয়া যায়।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তাফার সাথে যোগাযোগ করা হলে তিনি এর সত্যতা নিশ্চিত করে বলেন,বর্তমানে তিনি ব্যস্ত আছেন পরে এবিষয়ে বিস্তারিত জানাবেন।