জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

লাখইয়ে ধর্ষণ মামলায় জেল অত:পর ডিএনএয়ে মুক্তি

হবিগঞ্জের লাখাই উপজেলার ৩নং মুড়িয়াউক ইউনিয়নের ধর্মপুর গ্রামের ধর্ষণ মামলার আসামি আলী নুর ১২৩ দিন জেল কেটে  জামিনে মুক্তি। 

বিবরনে   জানা যায়, ৩ জানুয়ারি ২০২৩ ইংরেজি তারিখে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ হবিগঞ্জ বিচারিক আদালতে মোঃ আম্বিয়া বেগম বাদি হয়ে একই গ্রামের জিলু হোসেনের পুত্র আলী নুর(২৫) বিরুদ্ধে একটি ধর্ষন মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ করেন,  আসামি আলী নুর মোসাম্মৎ আম্বিয়া বেগমের বাক প্রতিবন্ধী মেয়ে ঝর্ণা আক্তার (২০)কে ১৭ জুলাই ২০২২ রাত আনুমানিক ৯ ঘটিকার সময় তার বসত ঘরে ঢুকে ধর্ষণ করেন।এবং পরবর্তীতে তার মেয়ে গর্ভবতী হয়ে যায়। এই মামলায় আসামি আলী নুর ৪ মাস ৩ দিন কারাবরণ  করার পর ডিএনএ প্রমাণিত না হওয়ায় আলী নুর কে জামিনে মুক্তি দেন আদালত। ডিএনএ পরীক্ষা নিশ্চিত ভাবে প্রমাণিত হয় যে আসামী আলী নুর ঝর্ণা আক্তারের গর্ভজাত কন্যা সন্তান রুকিয়ার জৈবিক পিতা নয়।

ডিএনএ রিপোর্ট পাওয়ার পর আসামি আলী নুর জামিন হয়ে বের হয়ে তিনি বলেন, আমি নির্দোষ আমাকে মিথ্যে মামলা দিয়ে ফাঁসানো হয়েছে। আমি মানসিক সামাজিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ও হেয় প্রতিপন্ন হয়েছি। আমার পরিবারের সুনাম নষ্ট হয়েছে।আমার উপর মিথ্যে মামলায় যারা ষড়যন্ত্র করে সাক্ষী দিয়েছে আমি তাদের সুষ্ঠু বিচার চাই।

এ ব্যাপারে ধর্মপুর গ্রামের সাবেক মেম্বার কাদির মিয়া বলেন,যারা ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিয়ে আলী নুর কে ফাঁসিয়েছে, সমাজে আলী নুরের মান সম্মান নষ্ট করেছে আমরা তাদের সুষ্ঠু বিচার চাই।

এ ব্যাপারে ধর্মপুর গ্রামের ডাক্তার শফিকুল ইসলাম বলেন, যারা ঐ সমস্ত ঘৃণিত কাজের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে প্রকৃত আসামিদেরকে খুঁজে বের করে বিচার আওতা আনা উচিত।

এ ব্যাপারে ধর্মপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বী ফুল রহমান শান্তি বলেন, যারা আলী নুরের পরিবার এবং আলী নূর কে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে তাদের সুষ্ঠু বিচার চাই।

এব্যাপারে ধর্মপুর গ্রামের আরেক সাবেক মেম্বার আছকির মিয়া বলেন, আলিনুর ডিএনএ নির্দোষ প্রমাণিত হয়েছে,আলী নুর কে যারা মিথ্যা অপবাদ দিয়ে জেল কাটিয়েছে তাদের সঠিক বিচার হওয়া উচিত।

এ ব্যাপারে ধর্মপুর গ্রামের আতাউর রহমান বলেন, আলী নুর খুব ভালো ছেলে। সামাজিকভাবে আলী নুরকে যে হেয় প্রতিপন্ন করেছে মিথ্যা মামলা দিয়ে। তার সঠিক বিচার হওয়া উচিত। এ ব্যাপারে বর্তমান মেম্বার আলী রহমান বলেন, আমার জানামতে আলীর নূর খুব ভালো ছেলে,সে জামিনে মুক্তি পেয়েছে।