” দুধের অপার শক্তিতে মেতে উঠি একসাথে ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস -২০২৫ পালিত হয়েছে৷
দিবসটি উপলক্ষে রবিবার ( ১জুন) দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্দোগে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷ জেলা প্রাণিসম্পদ কমকর্তা ডা: মো: আব্দুল কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড.মো: ফরিদুর রহমান৷
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান , জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: নুরুল ইসলাম, জেলা মৎস কমকর্তা মো: ওয়াহিদুর রহমান মজিমদার৷
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডা: আব্দুস সালাম৷ দুধের উপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ড.শারমিন সুলতানা৷
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মো: ফরিদুর রহমান বলেন- দুধ হলো সুপার হেল্থি খাদ্য৷ প্রতিটি মানুষের সুস্হ জীবন ধারনের জন্য দুধের গুরুত্ব অসিম৷ শরীরে দুধের ইমিউনিটি খুব বেশি কার্যকর ৷
হবিগঞ্জে দুধের উৎপাদন বাড়াতে হবে৷ খামারিদেরকে আরো উদ্বুদ্ধ করতে তিনি গুরুত্বারুপ করেন৷
আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়৷ পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷