১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
বিকাল ৪:০৮

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

এক নজরে হবিগঞ্জ সদর উপজেলা নির্বাচন

৬ষ্ঠ উপজেলা পরিষদ ৩য় ধাপের সাধারণ নির্বাচন ২৯ই মে বুধবার অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ সদরে মোট কেন্দ্র ৭৪।  বেসরকারিভাবে হবিগঞ্জ সদর উপজেলা নির্বাচনে বর্তমান চেয়ারম্যান জনাব মোত্তাচ্ছিরুল ইসলাম নির্বাচিত হয়েছেন আনারস প্রতীক নিয়ে। তার প্রাপ্ত ভোট সংখ্যা ৩৬৪১৯।

 

অপরদিকে  তার প্রতিদ্বন্দ্বী জনাব মোঃ মশিউর রহমান শামীম কাপ পিরিচ ৩৩৭১৫ ভোটে পরাজিত হয়েছেন।

 

বেসরকারিভাবে ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল টিউবওয়েল প্রতীক নিয়ে ২২৫৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

 

অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী আব্দুর রহমান সেলিম (টিয়া পাখি) প্রতীক নিয়ে মোট ২১৫১২ পেয়ে পরাজিত হয়েছেন।

 

মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন সৈয়দা শরীফা আক্তার (কুমকুম) কলস প্রতীকী নিয়ে মোট ভোট ৩৯৬৯৯ পেয়ে নির্বাচিত হয়েছেন।

 

অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী নুরুন নাহার (হাঁস) প্রতীক নিয়ে ৩০৪৯০ ভোটে পরাজিত হয়েছেন।

 

এক নজরে বাকি চেয়ারম্যান পদপ্রার্থীদের ভোটের হিসাব:

চেয়ারম্যান পদপ্রার্থী চৌধুরী নিয়াজ মাহমুদ (দোয়াত-কলম) নিয়ে মোট ভোট পেয়েছেন ৪৫০৫,  মোঃ মহিবুল ইসলাম শাহিন (মোটর সাইকেল) ১০২১৭, সৈয়দ আশিকুর রহমান (হেলিকপ্টার) ২৮২২ ভোট  পেয়েছেন।

 

মোট  বৈধ ভোটের সংখ্যা ৯১১৩৪, বাতিলকৃত ভোটের সংখ্যা ২৬০১, সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৯৫৭৬৫, প্রদত্ত জোটের শতকরা হার ৪৪.১১%।

 

ভাইস চেয়ারম্যান প্রার্থীদের ভোটের হিসাব:

 

কাজল আহমদ (বই) নিয়ে  মোট ভোট  পেয়েছেন ৫৮৯২,  কাজী মৌলানা আঃ কাইয়ুম (বৈদ্যুতিক বাল্ব) ৫৯৮৮ ভোট, মোহাম্মদ শাহীদুজ্জামান (গ্যাস সিলিন্ডার) ২৯১৮ ভোট, মোঃ নুরুল হক টিপু (চশমা) ৫৮৫০ ভোট, মোঃ মামুন মিয়া (পালকি) ৪৪২৮ ভোট, মোঃ সারোয়ার হোসেন (উড়োজাহাজ)  ৭৪১৮ ভোট, মোঃ সোহাগ চৌধুরী (তালা) ৮৮৬৯ ভোট, সালেহ আহমদ চৌধুরী (মাইক) ৪৫২৯ ভোট পেয়েছেন।

 

মোট বৈধ ভোটের সংখ্যা: ৮৯৯৭১, বাতিলকৃত ভোটের সংখ্যা: ৩৭৫০,  সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা: ৯৩৭২১, প্রদত্ত ভোটের শতকরা হার: ৪৪.০৯%।

 

মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের ভোটের হিসাব:

বর্তমান ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম (ফুটবল) ১০৫৭৮ ভোট এবং  মোছাঃ আয়েশা খানম রানী (প্রজাপতি)  ৬৪৮৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

 

মোট বৈধ ভোটের সংখ্যা: ৯০২৫১, বাতিলকৃত ভোটের সংখ্যা: ৩৪৯৪, সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা: ৯৩৭৪৫, প্রদত্ত ভোটের শতকরা হার: ৪৪.১০%।