৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
বিকাল ৩:০৪

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

উপজেলা হাসপাতালের জন্য অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদান

হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে অক্সিজেন সমস্যা কেটে গেলেও হবিগঞ্জের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে এখনো অক্সিজেন সমস্যা রয়ে গেছে। তবে এসব সমস্যা সমাধানের জন্য ঢাকাস্থ হবিগঞ্জ ফাউন্ডেশন ও তরফদার ফাউন্ডেশনের উদ্যোগে ৭টি কনসেন্ট্রেটর দেয়া হয়।

আজ সোমবার (১৬ আগস্ট) হবিগঞ্জের ৭টি উপজেলা হাসপাতালে প্রদানের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে ৭টি অক্সিজেন কনসেন্ট্রেটর হবিগঞ্জ স্বাস্থ্য বিভাগে হস্তান্তর করা হয়।

হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান। বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ একেএম মোস্তাফিজুর রহমান, পৌর মেয়র আতাউর রহমান সেলিম, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মুখলিছুর রহমান উজ্জল, তরফদার ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা জিয়াউল হাসান তরফদার মাহিন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, তরফদার হিয়ারিং সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আরিফুল হাসান তরফদার। সভাপতিত্ব করেন হবিগঞ্জ ফাউন্ডেশন ঢাকার সিনিয়র সহ-সভাপতি শফিকুল বারী আউয়াল প্রমুখ।