৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ৯:৪৪

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

চা-বাগানের আইনশৃংখলা পরিস্থিতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আজ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ন্যাশনাল টি কোম্পানী লিমিটেড এর চন্ডিছড়া চা-বাগানে চা-বাগানের আইনশৃংখলা পরিস্থিতি সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ন্যাশনাল টি-কোম্পানী লিমিটেডের চেয়ারম্যান শেখ কবির হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ, পুলিশ কমিশনার, হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান, হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলি, চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক, মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন, মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুদর্শন কুমার রায়, হবিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মাহমুদুল হাসান, ন্যাশনাল টি কোম্পানী লিমিটেডের এমডি জিয়াউল আহসান, চা সাংসদের চেয়ারম্যান মোঃ শাহ আলম, ফিনলে টি কোঃ লিঃ এর সিইও তাহসিন আহমেদ, ডানকান ব্রাদার্স কোঃ লিঃ সিইও মুস্তাফিজুর রহমান, ছন্ডিছড়া চা-বাগানের ম্যানেজার মুরাদ আহমেদ, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) মহসীন আল মুরাদ, চুনারুঘাট থানার ওসি মোঃ আলী আশরাফ ও মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক।

উক্ত সভায় আলোচকবৃন্দ চা বাগানের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন এবং এর সম্ভাব্য সমাধান নিয়ে নিজেদের মতামত প্রকাশ করেন।

এরপর ন্যাশনাল টি-কোম্পানী লিমিটেডের চেয়ারম্যান শেখ কবির হোসেন প্রিন্ট ও প্রেস মিডিয়ার সদস্যদের সাথে মতবিনিময় করেন।