৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সকাল ৬:২৪

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

চুরি-ডাকাতি, ইভটিজিং ও মাদক রোধকল্পে লাখাই পুলিশের প্রচারাভিযান

লাখাইয়ে চুরি, ডাকাতি, ইভটিজিং ও মাদক রোধকল্পে জনসচেতনতা মূলক প্রচারাভিযান অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকালে উপজেলার করাব ইউনিয়নের গুনিপুর গ্রামে চুরি,ডাকাতি,ইভটিজিং ও মাদক রোধকল্পে জনসচেতনতা মূলক অনুষ্ঠান লাখাই থানা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন লাখাই থানার পুলিশ পরিদর্শক (ওসি) তদন্ত মোঃ মহিউদ্দিন সুমন, এস.আই আবুল বাশার, করাব ইউপি চেয়ারম্যান ইন্জিনিয়ার আব্দুল হাই কামাল, গুনিপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বি সোহরাব মিয়া, সাবেক মেম্বার আলী আবদর, মুতাব্বির মিয়া সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

অনুষ্ঠানে উপজেলার প্রত্যন্ত এলাকা গুনিপুর গ্রামে চুরি-ডাকাতি রোধে গ্রামবাসীকে সতর্ক অবস্থানে থাকার জন্যে আহবান জানানো হয়।সেইসাথে রাতে পাহারা জোরদার করার উপরে গুরুত্বারোপ করা হয়। এসময় পাহারা কার্যক্রমে ব্যবহারের জন্য লাখাই থানা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সংখ্যক লাইট ও বাঁশি প্রদান করা হয়।