১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ৯:১৫

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

জেলা তথ্য অফিসের আয়োজনে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা

হবিগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি এপিএ এর আওতায় “এসো মুক্তি যুদ্ধের গল্প শুনি” শীর্ষক এক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়৷

সদর উপজেলার বিয়াম ল্যাবরেটরি স্কুলের জয়নাল আবেদীন মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়৷

আজ (২৯ সেপ্টেম্বর) এ আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান ।

বিয়াম ল্যাবরেটরি স্কুল অধ্যক্ষ সৈয়দা রওশন সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার আমেনা খাতুনসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

Habiganj news

মূল বক্তা হিসাবে বক্তব্য রাখেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ৷

অনুষ্ঠানের শুরুতে জেলা তথ্য অফিসার পবন চৌধুরীর তত্ত্বাবধানে এক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিয়াম ল্যাবরেটরি স্কুল, বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় এবং হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়সহ মোট ৫ টি স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে৷

অনুষ্ঠানের শেষে জেলা প্রশাসক বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন৷