১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
দুপুর ১:২৭

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

দখলদারের কবল থেকে বিকেজিসি স্কুলের পুকুড় উদ্ধার করেছে জেলা প্রশাসন।পর্যায়ক্রমে উদ্ধার হবে শহরের অন্যান্য পুকুড়

দখলদারের কবল থেকে শহরের বিকেজিসি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের পুকুড় উদ্ধার করেছে হবিগঞ্জ জেলা প্রশাসন। সোমবার সকাল থেকে দিনব্যাপি উচ্ছেদ অভিযান পরিচালনা করে পুকুড় পাড়ে নির্মিত অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা ও বিকেজিসি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু কর্মকার। এর পূর্বে মাপ-জোক করে পুকুড়ের সীমানা নির্ধারণ করা হয়। জানাযায়, পুকুড়টি দীর্ঘদিন ধরে এডভোকেট নুরুল কবির তরফদার টুকন নামে এক ব্যক্তির দখলে ছিল। পুকুড়টির রেকর্ডিয় মালিক হবিগঞ্জ গণপূর্ত বিভাগ।জেলা প্রশাসন সূত্র জানায়, অবৈধ দখলদারদের বিরুদ্ধে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। দখলদারদের কবলে থাকা শহরের অন্যান্য পুকুড়ও পর্যায়ক্রমে উদ্ধার করা হবে।