৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:৪৯

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নবীগঞ্জ উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে নবীগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা সহকারী কমিশনার ভূমি উত্তম কুমার দাশ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গতি গবিন্দ দাশ, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ডালিম আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাধারন সম্পাদক সেলিম তালুকদার মিনিবাস মালিক সমিতির সভাপতি ইয়াওর মিয়া, সাধারন সম্পাদক মাহবুবুল আলম সুমন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান, মহিবুর রহমান হারুন, নজরুল ইসলাম, বজলুর রশীদ, আব্দুল মুহিত চৌধুরী, জাবেদুল আলম চৌধুরী সাজু, ছাইম উদ্দিন, সামসুল ইসলাম সুুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, উপজেলা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এজিএম মোস্তাফিজুর রহমান, ইউএফপিও মনোরঞ্জন দাশ, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ ছইফা রহমান কাকলী, আনসার ভিডিপি অফিসার আব্দুল আউয়ালসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সভায় সকল জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সহযোগীতায় নবীগঞ্জ শহরকে যানজটমুক্ত করা, চলতি শীত মৌসুমে চুরি-ডাকাতি রোধে, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহন ও ভুয়া ডাক্তারের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করার সিদ্ধান্ত নেয়া হয়।