জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

নবীগঞ্জ প্রেসক্লাবের সাথে নবাগত ওসির মতবিনিময়

মুহাম্মদ শওকত আলীঃ ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া এবং নবীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবীগঞ্জ থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমদ।

শনিবার দুপুরে নবীগঞ্জ থানার আয়োজনে থানা প্রাঙ্গণে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- নবীগঞ্জ থানার নবাগত ওসি মোঃ ডালিম আহমদ, বিদায়ী ওসি মোঃ আজিজুর রহমান, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সহ সভাপতি শাহ সুলতান আহমদ, সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, নির্বাহী সদস্য মোঃ সরওয়ার শিকদার, মোঃ আলমগীর মিয়া, ফখরুল আহসান চৌধুরী, তোফাজ্জল হোসেন, এম.এ মুহিত, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, এটিএম সালাম, এমএ আহমদ আজাদ, ছাদিকুল ইসলাম, রাকিল হোসেন, তৌহিদ চৌধুরী, ছনি চৌধুরী, নাবিদ মিয়া প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন- নবীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী শামীম, অর্থ সম্পাদক মোঃ শওকত আলী, আবু তালেব, মুহিবুর রহমান, জাকির হোসেন চৌধুরী, নুরুজ্জামান ফারুকী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন- নবীগঞ্জ থানার এস আই সমীরণ চন্দ্র দাশ।

মতবিনিময় সভায় বক্তব্যে বক্তারা- নবীগঞ্জ থানার সদ্য বিদায়ী ওসি মোঃ আজিজুর রহমানের দায়িত্ব পালনকালীন সময়ের বিভিন্ন কর্মকাÐের ভূয়সী প্রশাংসা করেন এবং নবীগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, মাদক নির্মুল, নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড রোধে বর্তমান ওসি মোঃ ডালিম আহমদ বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

নবীগঞ্জ থানার নবাগত ওসি মোঃ ডালিম আহমদ তাঁর বক্তব্যে বলেন- নবীগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, জুয়া, মাদক, নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড বন্ধে জিরো ট্রলারেন্স নীতি বজায় থাকবে। পাশাপাশি তাঁর দায়িত্ব পালনকালে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।