১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ১:৫৯

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

নিউইয়র্কে করোনায় মৃত ৭৮২

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে লকডাউন না দিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ‘ভ্রমণে চরম কড়াকড়ি’ আরোপের পক্ষে মত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অথচ শুধু নিউইয়র্ক অঙ্গরাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭৮২ জনের। নিউইয়র্কে আক্রান্তের সংখ্যা গোটা দেশের প্রায় অর্ধেক। অঙ্গরাজ্যটিতে ৫৩ হাজার ৩৬৩ জন আক্রান্ত হয়েছেন।

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘হোয়াইট হাউস করোনাভাইরাস টাস্কফোর্সের সুপারিশের ওপর ভিত্তি করে এবং নিউইয়র্ক, নিউজার্সি ও কানেক্টিকাটের গভর্নরদের সঙ্গে কথা বলে আমি তাঁদের নির্দেশ দিয়েছি, কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করতে। কোয়ারেন্টিনের কোনো দরকার নেই।’ইউএস সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-সিডিসিকে এই নির্দেশনা দেন ট্রাম্প।

বর্তমানে পৃথিবীর সবচেয়ে বেশি করোনাভাইরাস আক্রান্ত দেশ যুক্তরাষ্ট্র। গতকাল শনিবার পর্যন্ত দেশটিতে এক লাখ ২৩ হাজার ৯৩৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। মারা গেছেন দুই হাজার ২২৩ জন। এর মধ্যে শুধু নিউইয়র্ক অঙ্গরাজ্যে মৃত্যু হয়েছে ৭৮২ জনের। নিউইয়র্কে আক্রান্তের সংখ্যা গোটা দেশের প্রায় অর্ধেক। আর গত দুদিনেই দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে।