১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:৩৭

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

বানিয়াচংয়ে পাচারকালে ১৪ বস্তা ভিজিডি’র চাল জব্দ, আটক ২

হবিগঞ্জের বানিয়াচংয়ে সরকারি খাদ্যবান্ধব কর্মসুচি ভিজিডি’র চাল পাচারকালে দুই পাচারকারীকে আটক করেছে এনএসআই ও বানিয়াচং থানা পুলিশ৷ এ সময় তাদের কাছ থেকে পাচারকালে ১৪ বস্তা সরকারি চাল জব্দ করা হয়।

আজ ৩০ সেপ্টেম্বর বৃহস্পতুবার দুপুরে বানিয়াচং উপজেলা সদরের আমিরখানী কালভার্ট এলাকা থেকে থেকে পাচারকারীদেরকে আটক ও চালগুলো জব্দ করা হয়।

জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই’র হবিগঞ্জের এডি মোঃ মোশাররফ হোসেন পাচারকারীদেরকে আটক ও চাল জব্ধের বিষয়টি নিশ্চিত করেন৷

received 165103745783248

তিনি জানান,একটি গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এনএসআই বানিয়াচং থানা পুলিশকে সাথে নিয়ে বানিয়াচং-জলসুখা ভায়া আজমিরীগঞ্জ সড়কে অভিযান চালাই৷

এসময় আমিরখানি কালভার্ট এলাকা থেকে জলসুখা নোয়াগড় গ্রামের মৃত বিশ্বেসর ঘোপের পুত্র শ্রীকৃষ্ণ দাস (৩০) ও শ্রীভাস চন্দ্র দাসের পুত্র ব্রজেশ্বর ঘোপ (৪৬)কে হাতেনাতে আটক করা হয়৷ এসময় তাদের কাছ থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসুচি ভিজিডি’র ১৪ বস্তা চাল জব্দ করা হয়৷

received 6220662198006122

এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন ঘটনার সত্যতা স্বীকার জানান, আইনগত প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে এখনও কোন মামলা দায়ের করা হয় নাই।