১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:০২

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

মরনোত্তর চিকিৎসা অনুদান পেলেন নবিগঞ্জের সাংবাদিক

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার তরুন সংবাদিক মিজানুর রহমান সোহেল মৃত্যুর ৮ মাস পর পেলেন চিকিৎসার জন্য সরকারি অনুদান!

শুক্রবার (৫ জুন) বিকেলে প্রধানমন্ত্রীর ত্রাণ (অর্থ) তহবিল থেকে ৫০ হাজার টাকার চেক মরহুম সাংবাদিক সোহেলের মায়ের হাতে তুলে দেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ ।

এসময় উপস্থিত ছিলেন, প্রয়াত সাংবাদিক স্মৃতি সংসদের সভাপতি আনোয়ার হোসেন মিঠু, সিনিয়র সহসভাপতি আশাহিদ আলী আশা, সহ-সভাপতি মতিউর রহমান মুন্না, এনটিভি প্রতিনিধি মহিবুর রহমান চৌধুরী তছনু, নবীগঞ্জ প্রয়াত সাংবাদিক স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ছনি চৌধুরী প্রমুখ।

এমপি শাহনওয়াজ মিলাদ বলেন, সোহেল সাংবাদিকতা পেশার পাশাপাশি বাংলাদেশ ছাত্রলীগের একজন নিবেদিতকর্মী ছিলেন। আমরা সব সময় সাংবাদিক সোহেলের পরিবারের পাশে আছি।

এর আগে ২০১৯ সালের ১৪ নভেম্বর দিবাগত রাত আড়াইটায় না ফেরার দেশে চলে যান উপজেলার উদীয়মান এই সাংবাদিক সোহেল।

তিনি জাতীয় দৈনিক থেকে শুরু করে একাধিক স্থানীয় দৈনিকে নিয়মিত কাজ করেছেন। সাংবাদিক সোহেল দীর্ঘদিন মরণব্যধী লিভার সিরোসিস রোগে ভুগছিলেন। চিকিৎসা করিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুরু করে দেশের বড় বড় বেসরকারি হাসপাতালেও। শেষ পর্যন্ত চিকিৎসার অর্থ জোগান দিতে গিয়ে হিমশিম খেতে হয়েছে তার পরিবারকে।