১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
বিকাল ৪:০৯

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

মাধবপুরে অবৈধ কারেন্ট জাল আটক

“বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মাছ চাষিদেরকে পরামর্শ দেওয়া হয়।

একই দিনে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ কারেন্ট জাল আটক করা হয়।

আজ বুধবার ১সেপ্টেম্বর মাধবপুর উপজেলা মৎস্য অফিসের বাস্তবায়নে সপ্তাহব্যাপি কার্যক্রমের অংশ হিসেবে এ কার্যক্রম করা হয়।

উপজেলার ধর্মগডর ইউনিয়নের বিজয়নগর গ্রামে ১২ জন মাছ চাষিদের মাছ চাষ বিষয়ে পরামর্শ দেওয়া হয় এবং প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

এরপর বিকালে বোয়ালিয়ায় অভিযান চালিয়ে ৪৩ টি অবৈধ কারেন্ট জাল আটক করা হয়, যার বাজার মূল্য প্রায় ১৯ হাজার টাকা। আটককৃত কারেন্ট জাল উপজেলা পরিষদ চত্বরে পরিবেশ পুড়িয়ে নষ্ট করা হয়

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার শেখ মাইনুল ইসলাম মঈন, সহকারী কমিশনার ভূমি মহিউদ্দিন, উপজেলা মৎস্য অফিসার ফরিদুল হকসহ সরকারি বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।