জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

মাধবপুরে কোভিড-১৯ সংক্রমণ উর্ধগতি রোধে পরামর্শ সভা অনুষ্ঠিত

হবিগঞ্জের মাধবপুরের শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতির উর্ধগতি রোধে তৃণমূল পর্যায়ে শতভাগ ভ্যাক্সিনের আওতায় আনা, মাস্ক ব্যবহার নিশ্চিতকরন সহ স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

শাহজাহানপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী’র সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি লিয়াকত আলী মজনু,সুরমা চা বাগানের সহকারী ব্যবস্থাপক জাকির হোসেন, সাংবাদিক তোফাজ্জল হোসেন চৌধুরী, পরিবার পরিকল্পনা পরিদর্শক নজরুল ইসলাম, স্বাস্থ্যকর্মী, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকবৃন্দ, ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্যগন, মুক্তিযুদ্ধা, বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসা শিক্ষক, ব্যাবসায়ী নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় দ্রুত প্রতিটি বাড়িতে গিয়ে ভ্যাক্সিন কারা নিয়েছে করা নেয়নি এ-র তালিকা তৈরি ও মাস্ক ব্যবহারে সচেতনতা বৃদ্ধির বিষয়ে কার্যকর ভূমিকা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।