৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
দুপুর ২:৫২

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

মাধবপুরে জামানত হারালেন নৌকা প্রতীকের তিন প্রার্থী

পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে মাধবপুর উপজেলার তিন ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

তারা হলেন, বুল্লা ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মো. শামীমুর রহমান, নোয়াপাড়া ইউনিয়নে নৌকার প্রার্থী শেখ মোজাহিদ বিন ইসলাম ও বাঘাসুরা ইউনিয়নে নৌকার প্রার্থী মো. এখলাছ মিয়া।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, যারাই মোট কাস্টিং ভোটের এক অষ্টমাংশের কম ভোট পাবেন নিয়ম অনুযায়ী তাদের জামানত বাজেয়াপ্ত হয়।

ভোটের ফলাফলে জানা যায়, বুল্লা ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মো. শামীমুর রহমান পেয়েছেন ১ হাজার ৭৫ ভোট, নোয়াপাড়া ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী শেখ মোজাহিদ বিন ইসলাম পেয়েছেন ১ হাজার ২৫৪ ভোট ও বাঘাসুরা ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মো. এখলাছ মিয়া পেয়েছেন ১ হাজার ৮৬৯ ভোট।

শুক্রবার (৭ জানুয়ারি) মাধবপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুর রাজ্জাক বলেন, আসলে বিষয়টি হচ্ছে এখানে যার যার বাহাদুরী নিজেরা দেখিয়েছেন। এরা নিজেরা দলীয় সভাপতি, সাধারণ সম্পাদকের পদও ধরে রাখবেন আবার চেয়ারম্যানও হবেন তাতো হতে পারে না।

তারা চান যেন সবাই তাদের কাছে যাক। আব্দুর রাজ্জাক আরও বলেন, সর্বোপরি মনোনয়ন পাওয়ার পর তারা দলীয় নেতাকর্মীদের চরম অবহেলা করেছেন। কাউকেই কোনো মূল্যায়ন করেননি। যার ফলে এই অবস্থা হয়েছে।