১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ৮:৩৪

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

মাধবপুরে ফ্রান্স প্রবাসীর বিয়ে বন্ধ করে দিলো প্রশাসন

হবিগঞ্জের মাধবপুরে এক ফ্রান্স প্রবাসির বিয়ে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে মাধবপুর উপজেলার সহকারি কমিশনার (ভুমি) আয়েশা আক্তার বরের বাড়িতে হাজির হয়ে বিয়ে বন্ধ করে দেন।

তিনি জানান, মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের আমবাড়িয়া গ্রামের আবু তাহেরের তিন ছেলে ফ্রান্স থাকতেন। সম্প্রতি তারা দেশে ফিরে আসেন। ৫ মাস আগে আসা বড় ছেলে মাহবুবর রহমানের বিয়ে ঠিক হয় চুনারুঘাট উপজেলার জনৈক ব্যক্তির মেয়ের সাথে।

বিয়ে ঠিক হওয়ার পর গত ১৪ মার্চ দেশে ফিরেন ছোট ছেলে আতিকুর রহমান। বিয়ের খবর পেয়ে সেখানে অভিযান চালান মাধবপুর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) আয়েশা আক্তার।

মাধবপুরে ফ্রান্স প্রবাসীর বিয়ে বন্ধ করে দিলো প্রশাসন

এ সময় বিয়ের অনুষ্ঠানে লোকসমাগম হওয়ার আশঙ্কায় বিয়ে বন্ধ করে দিতে নির্দেশ দেন তিনি। পরে বরের পিতার কাছ থেকে মুছলেখা নিয়ে বিয়ের সম্পুর্ণ অনুষ্ঠান বন্ধ করে দিয়ে আসেন। একই সাথে ছোট ছেলে আতিকুর রহমানকে দুই সপ্তাহের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ প্রদান করা হয়।