৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
বিকাল ৪:৩৮

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

মাধবপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ

ইয়াছিন তন্ময়ঃ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং পুলিশের গুলিতে দলের তিন কর্মী নিহতের প্রতিবাদে হবিগঞ্জের মাধবপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় মাধবপুর পৌর গরু বাজারে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মাধবপুর উপজেলা ও পৌর শাখা এই কর্মসূচির আয়োজন করে।

বিক্ষোভ সমাবেশে যোগ দিতে বেলা ১টা থেকে সমাবেশ স্থলে নেতাকর্মীদের সমাগম শুরু হয়। বিএনপিসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীরা ব্যানার, জাতীয় ও দলীয় পতাকাসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে অংশ নিয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল এর সভাপতিত্বে পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান চৌধুরী, প্রধানবক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপি সভাপতি আলহাজ্ব আব্দুল আজিজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাধবপুর পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী ফজলে ইমাম সুমন, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, বাংলাদেশ আইনজীবী ফোরামের সদস্য এডভোকেট আয়েশা আক্তার।

বক্তব্য রাখেন আলহাজ্ব অলিউল্লা, ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ, হাজী গোলাপ গান, লুৎফর রহমান খান, হাজি ফিরুজ মিয়া, মাসুকুর রহমান, বাবুল হোসেন, শেখ জহিরুল ইসলাম, যুবদল আহবায়ক এনায়েত উল্লা, ১ম যুগ্ম আহবায়ক কবির খান চৌধুরী, সেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল ইসলাম চৌধুরী, যুগ্ম আহবায়ক ফরিদুর রহমান, সহ কাউন্সিলর আফজল পাঠান, জনি পাঠান, এমদাদুল হক সুজন প্রমুখ।

এর আগে বিএনপির বিক্ষোভ সমাবেশ কর্মসূচিকে কেন্দ্র করে সমাবেশ স্থলের আশেপাশে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।