৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
দুপুর ১২:০২

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

মাধবপুরে সোনার বাংলা ছাত্রসংগঠনের খাদ্য সামগ্রী বিতরণ

মোঃজাকির হোসেনঃ “মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না।” এরই পরিপ্রেক্ষিতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার সরকারি ত্রাণ এর পাশাপাশি ব্যক্তিগত ও বিভিন্ন সংগঠনের এাণ সামগ্রী অব্যাহত রয়েছে।

মাধবপুর উপজেলা মানুষ অত্যন্ত দয়ালু দানশীল ও পরোপকারী বিশ্ব মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে অসহায় দিনমজুর নিম্নআয়ের পরিবারের খাদ্য সংকটের কথা চিন্তা করে নিজের অসহায়ত্ব কাউকে বলতে না পারায় খাদ্য সংকটে ভুগছিলো এমন পরিবারের জন্য মাধবপুর উপজেলার সোনার বাংলার ছাত্র সংগঠন উপজেলার কয়েকটি ইউনিয়নে (১১ এবং ১২ ই মে) সোমবার ও মঙ্গলবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নে অসহায় দিনমজুর নিম্নআয়ের পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

প্রতিটি খাদ্যসামগ্রীর প্যাকেট ছিল তৈল, মুড়ি, ছোলা বুট, পাউডার দুধ, সাবান, কলা, শশা ইত্যাদি।

এ সময় উপস্থিত থেকে বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দেন সোনার বাংলা ছাত্র সংগঠনের সভাপতি হৃদয় এস, এম, শাহ আলম, সাধারণ সম্পাদক এস, কে মহিউদ্দিন, যুগ্য সাধারণ সম্পাদক মোঃ জহির হোসেন এবং সাংগঠনিক সম্পাদক নূর আহমেদ, ও সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।