হবিগঞ্জের মাধবপুর উপজেলায় তেলিয়াপাড়া পুলিশ ফাড়ির পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার হয়েছে।
২ জুলাই দিবাগত রাত ১ টার দিকে গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাড়ির ইন্সপেক্টর গোলাম মোস্তফার নেতৃত্বে একদল পুলিশ উপজেল শাহজাহানপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা বনগাঁও থেকে ১০ কেজি গাঁজা সহ তিন জন মাদক কারবারিকে আটক করে।
গ্রেফতারকৃরা হল,দক্ষিন বেজুড়া গ্রামের মালেক মিয়ার ছেলে মাসুক মিয়া (২৭),বনগাও গ্রামের আঃ বারীর ছেলে লতিফ মিয়া (৩৫) ও একই গ্রামের মস্তু মিয়ার ছেলে আবেদ আলী(৩০)।
তেলিয়াপাড়া পুলিশ ফাড়ির ইন্সপেক্টর গোলাম মোস্তফা বলেন,তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক এর সত্যতা নিশ্চিত করে বলেন,মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। এবং কোনো মাদক ব্যবসায়কে ছাড় দেয়া হবে না ।যেখানই মাদক সেখানই প্রতিরোধ গড়ে তুলতে হবে।