৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সকাল ৬:৩৫

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

মাধবপুর পৌর সভায় ২শ কর্মহীন মানুষ পেল চাল

হবিগঞ্জের মাধবপুর পৌরসভায় করোনার প্রভাবে কর্মহীন হয়ে যাওয়া ২শ অসহায় পরিবার পেল সরকারের বিশেষ বরাদ্দের চাল।

শুক্রবার দুপুরে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা চাল বিতরণ করেন। পৌর সভার ৯ টি  ওয়ার্ডের  ২০০ জন কে ১০ কেজি করে চাল দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন পৌর সভার দায়িত্বরত উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, যুবউন্নন কর্মকর্তা সফিকুর রহমান, একটি বাড়ি একটি খামার কর্মকর্তা পারভিন আক্তার।

কাউন্সিলর অজিত পাল, দুলাল খা, আবুল বাশার, বাবুল হোসেন, আব্দুল হাকিম, ইসরাত জাহান ডলি, সপ্না পাল  সহ কাউন্সিলরগনও উপস্হিত ছিলেন।

শায়েস্তাগঞ্জে সমন্বয়হীন ত্রাণ বিতরণ, অনেকেই হচ্ছেন বঞ্চিত!

মেয়র হিরেন্দ্র লাল জানান সরকারি নির্দেশে বিশেষ বরাদ্দের দুই টন চাল করোনা ভাইরাসের কারনে  কর্মহীন বিভিন্ন পেশার মানুষের মধ্যে বিতরন করেছেন। অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে এ তালিকা  প্রস্তুত করে  এ চাল  বিতরন করা হয়।