১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:০৫

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

রেড জোনে কঠোর অবস্থানে চুনারুঘাট প্রশাসন

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলাকে রেড জোন হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
রেড জোন এলাকায় মুদি দোকান, ফার্মেসি, নিত্যপ্রয়োজনীয় দোকান ব্যতীত অন্য সকল দোকান বন্ধ থাকবে। রেড জোন এলাকায় যেকোনো ধরনের যানবাহন নিষিদ্ধ।
এই দিকে রেড জোনে চুনারুঘাট প্রশাসন কঠোর অবস্থানে। মোট ৩৩ টি মামলায় ৬০,৪০০/- টাকা অর্থদণ্ড করা হয়।

জানা যায় চুনারুঘাট পৌর এলাকা, আমতলী বাজার, কাচুয়া বাজার, শাকির মোহাম্মদ বাজার, শ্রীকুটা বাজার, দুর্গাপুর বাজার, শায়েস্তাগঞ্জ মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জনাব মিলটন চন্দ্র পাল এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান খান, জেলা প্রশাসকের কার্যালয়, হবিগঞ্জ। সার্বিক সহযোগিতায় ছিল অফিসার-ইন-চার্জ চুনারুঘাট থানা শেখ নাজমুল হক এবং চুনারুঘাট থানা পুলিশের দুইটি টিম

সার্বিক নেতৃত্বে মাঠে ছিলেন পৌর মেয়র জনাব নাজিমউদ্দিন শামসু। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সহযোগিতায় ছিলেন কাউন্সিলরগণ এবং তরুণ স্বেচ্ছাসেবকগণ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সত্যজিত রায় দাশ বলেন, “বিনা প্রয়োজনে কেউ রেড জোন ভুক্ত এলাকায় প্রবেশ করার চেষ্টা করবেন না। সরকার প্রণীত সকল নিষেধাজ্ঞা সবাইকে মেনে চলার জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে, অন্যথায় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে”।