১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:১২

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

লকডাউন বাস্তবায়নে জেলায় অব্যাহত আছে টহল ও ভ্রাম্যমাণ আদালত

কোভিড – ১৯ মোকাবেলায় কঠোর বিধিনিষেধ বাস্তবায়ন অব্যাহত রাখার লক্ষে আজও হবিগঞ্জ জেলায় সেনাবাহিনী, বিজিবি, র্যর ও পুলিশের টহল এবং ভ্রাম্যমাণ আদালত অব্যাহত ছিল। এসময় বিভিন্ন অপরাধে মামলা ও জরিমানা আদায় করা হয়।

আজ মঙ্গলবার (২৭জুলাই) জেলা শহর এবং উপজেলাসহ ১৪টি মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিজেন ব্যানার্জি, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন খান এলিসসহ বিভিন্ন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ মাঠ পর্যায়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। তাছাড়া এসময় বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ সহায়তা প্রদান করেন।

এদিকে মঙ্গলবার রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা যায়, দিনব্যাপি ১৪টি মোবাইল টিম বিভিন্ন অপরাধে ৯৯ জন ব্যক্তির কাছ থেকে মোট ৪৯ হাজার ৯শত টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

মোবাইল পরিচালনার পাশাপাশি সকলকে সরকারী নির্দেশনা পালনসহ জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হতে এবং সার্বক্ষণিক মাক্স পরিধান করার জন্য অনুরোধ করা হয়।