৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
দুপুর ১:০১

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

লাখাইয়ে করোনা টিকা গ্রহনে নারী পুরুষের উপছেপড়া ভিড়

লাখাইয়ে কোভিড-১৯ টিকা গ্রহীতাদের উপছেপড়া ভিড়।
লাখাইয়ে আবারও প্রতিটি কমিউনিটি ক্লিনিকে কোভিড- ১৯ এর টিকা দেওয়া শুরু হয়েছে। এবার উপজেলার ২০ টি কমিউনিটি ক্লিনিকে টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষে প্রতিটি কেন্দ্রে ৫০০ ডোজ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে টিকা কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (৯ নভেম্বর) উপজেলার মুড়িয়াউক, করাব ও বুল্লা ইউনিয়নের ১১ টি সিসিতে একযোগে করোনার টিকা দেওয়া হচ্ছে। এদিকে টিকা প্রদানের ঘোষনায় মঙ্গলবার সকাল থেকেই টিকা গ্রহিতাদের উপচে পড়া ভিড় দেখা যায়।

প্রতিটি কেন্দ্রেই টিকা গ্রহিতাদের উপছেপড়া ভিড় সামলাতে সংশ্লিষ্ঠ কেন্দ্রে দায়িত্ব প্রাপ্তদের হিমশীম খেতে হচ্ছে। সরেজমিন করাব ইউনিয়নের সিংহগ্রাম কমিউনিটি ক্লিনিক পরিদর্শনকালে দেখা যায় শত শত নারী পুরুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে। টিকা গ্রহিতা কুদ্দুছ মিয়া ও হাসান আলী জানান, আমরা সকাল ৭ টা থেকে লাইনে দাড়িয়ে রয়েছি এখন ১১ টায়ও টিকা দিতে কেন্দ্রে প্রবেশ করতে পারছিনা।কখন সুযোগ পাব কিনা জানিনা।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হেনা মোস্তফা জামান জানান, আমরা উপজেলার ২০ টি সিসিতে মঙ্গলবার (০৯ নভেম্বর) ১১ টিও বুধবার (১০ নভেম্বর) ৯ টি কেন্দ্রে ৫০০ ডোজের লক্ষ্যমাত্রা নিয়ে টিকা দান কার্যক্রম চলছে। বাদবাকি যারা থাকবেন তাদের উপজেলা কেন্দ্রে টিকা দেওয়া হবে।