১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:৪৪

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস পালিত

হবিগঞ্জ জেলার ভয়াবহ গণহত্যা ‘কৃষ্ণপুর গণহত্যা’র পঞ্চাশতম দিবস নানা কর্মসূচীর মাধ্যমে পালিত হয়।

শনিবার (১৮ সেপ্টেম্বর) ২০২১ইং কৃষ্ণপুর বধ্যভূমিতে শহীদদের স্মরণে পুষ্পাঞ্জলী অর্পণের মাধ্যমে দিবসের সূচনা হয়।

শুরুতে শহীদদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পাঞ্জলী নিবেদন করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রসাশন ও থানা প্রশাসন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রুহুল আমিন, লাখাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম।

লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস পালিত

পরে কৃষ্ণপুর বধ্যভূমি মাঠে শহীদদের স্মরনে গ্রামবাসীর উদ্যোগে আলোচনা সভা অনুষ্টিত হয়।

বীরমুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অমরেন্দ্র লাল রায়ের সভাপতিত্বে ও শিক্ষক প্রীতি রঞ্জন দাস এর পরিচালনায় দুপুরবেলা অনুষ্টিত হয়।

শুরুতেই কৃষ্ণপুর কমলাময়ী উচ্চবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহনে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

পরে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ( ভূমি) মোঃ রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন কৃষ্ণপুর কমলাময়ী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন চন্দ্র সূত্রধর, স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন গণহত্যায় বেঁচে যাওয়া প্রীয়তোষ রায় এছাড়া বক্তব্য রাখেন কৃষ্ণপুর গ্রামের বাবলু রায়, প্রদীপ রায় প্রমুখ।

সভায় বক্তাগণ আহত মুক্তিযোদ্ধাদের কে আহত মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি ও শহীদদেরকে শহীদ মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দাবি জানান ।