৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সকাল ১০:২৪

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

লাখাইয়ে খাসজমি নিয়ে সংঘর্ষ

হবিগঞ্জের লাখাই উপজেলায় খাসজমি দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে৷  এতে উভয়পক্ষের নারী ও শিশুসহ অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন।

আজ শুক্রবার (১১ ডিসেম্বর) জুমার পূর্ব মূহুর্তে উপজেলার ভরপূর্ণি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানান, ভরপূর্ণি গ্রামের আজিজ মিয়া এবং আকরাম আলীর মধ্যে কিছু সরকারি খাসজমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শুক্রবার দুপুরে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু করে। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হন।

গুরুতর আহতাবস্থায় ২০ জনকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

লাখাই থানার ওসি মো. সাইদুল ইসলাম সংঘর্ষের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি অনুকূলে আছে।