শায়েস্তাগঞ্জে উচ্ছেদের পর আবারও রেলের জায়গা দখল হতে চলেছে। গত বছর রেলওয়ে কতর্ৃপক্ষ ও মোবাইল কোর্ট যৌথ অভিযান চালিয়ে শায়েস্তাগঞ্জের প্রায় শতাধিক অবৈধ কাঁচা ও পাকা স্থাপনা উচ্ছেদ করে। কিন্তু ইদানিং দখলদাররা আবারও এসব জায়গায় অবৈধভাবে স্থাপনা তৈরি করে বসবাস করতে শুরু করেছে।
স্থানীয়রা জানান, শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন সংলগ্ন একটি মার্কেট ও দাউদনগর রেলগেইটের সামনে শতাধিক দোকান পাট ও বাড়ি ঘর উচ্ছেদ করা হয়েছে। কিন্তু এখন পুরোদমে এসব আবারও দখল শুরু হতে চলেছে৷
এ কারনে সরকার একদিকে যেমন লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে অন্যদিকে অবৈধ স্থাপনার ফলে ট্রেন চলাচলের সময় দূর্ঘটনার কারন হতে পারে। স্থানীয় লোকজন আবারও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানান।