১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
ভোর ৫:৪৯

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

সদর উপজেলার পক্ষ থেকে মসজিদ ও মন্দিরে সুরক্ষা সামগ্রী বিতরণ

বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে করোনা মহামারী প্রতিরোধের লক্ষে হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে মাস্ক ও স্যানেটাইজার বিতরণ করা হয়।

বুধবার (৭জুলাই) হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এসকল মাস্ক ও স্যানেটাইজার বিতরণ করা হয়।
এসময় হবিগঞ্জ পৌরসভার ৭৫ টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের হাতে করোনা সুরক্ষা সামগ্রী মাস্ক ও হ্যান্ড স্যানেটাইজার তুলে দেওয়া হয়।
একই সময় সদর উপজেলার ৭টি মন্দিরে স্বাস্থবিধি মেনে চলার জন্য মন্দিরের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের হাতে মাস্ক ও স্যানেটাইজার তুলে দেওয়া হয়।

সুরক্ষা সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পাল, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল প্রমুখ।

এসময় বিভিন্ন মসজিদে ইমামগণ বলেন, আমরা সরকারের পাশাপাশি করোনা মহামারী প্রতিরোধের লক্ষে নামাজের সময় সামাজিক দুরত্ব বজায় রাখা এবং নিয়মিত পরিস্কার পরিচ্ছন্ন থাকার জন্য জনসাধারণকে সচেতন করে থাকি।