৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সকাল ১০:০৪

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

সদর উপজেলার বিভিন্ন গরুর হাটবাজারে মোবাইল কোর্ট পরিচালনা ও মাস্ক বিতরণ

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন গরুর হাটবাজারে মোবাইল কোর্ট পরিচালনা ও মাস্ক বিতরণ করা হয়েছে। এসময় স্বাস্থ্যবিধি অমান্য করায় কয়েকজন আর্থিক জরিমানা করা হয়।

সোমবার (১৯জুলাই) বিকালে উপজেলার বিভিন্ন পশুর হাটে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার বর্ণালী পাল এবং সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন আরাফাত রানা কর্তৃক ইজারাপ্রাপ্ত পশুর হাটসমূহে স্বাস্থ্যবিধিসহ ইজারার শর্ত প্রতিপালন করা হচ্ছে কিনা তা সরেজমিন যাচাই করা হয়। এসময় সরকারী নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য বিধি প্রতিপালন না করায় মোবাইল কোর্টের মাধ্যমে ২ জনকে ৪০০ টাকা আর্থিক জরিমানা করা হয়।

এসময় হাটে আগত ক্রেতা বিক্রেতাদের মাঝে মাস্ক বিতরণ করা হয় এবং করোনা মহামারী সম্পর্কে সচেতনতা করা হয়।

মোবাইল কোর্ট এবং হাটবাজার তদারকিতে সদর থানার একদল পুলিশ সদস্য সহায়তা প্রদান করেন।