১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সকাল ১০:২৪

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

সিলেটের আইনজীবিদের অভিনন্দন জানালো ভাষাসৈনিক বদরুজ্জামান পর্ষদ

 

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত ধর্ষকদের পক্ষে আদালতে না দাঁড়ানোয় সিলেট বারের আইনজীবিদের প্রতি ধন্যবাদ জানিয়েছে ভাষাসৈনিক বদরুজ্জামান পর্ষদ।

মঙ্গলবার ভাষাসৈনিক বদরুজ্জামান পর্ষদ এর সাধারণ সম্পাদক খিজির মুহাম্মদ জুলফিকার স্বাক্ষরিত বিবৃতিতে বলেন, দূষ্কৃতিরা এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে জিম্মি করে স্ত্রীকে গণধর্ষণের মাধ্যমে ন্যাক্কারজনক ও জঘন্যতম কর্মকান্ড ঘটিয়েছে। যা দেশের সাধারণ মানষের মাঝে ব্যাপক ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

এ ঘটনার মধ্যদিয়ে ধর্ষকরা আধ্যাত্মিক নগরী সিলেটকে কলুষিত করেছে। সোমবার ধর্ষণ মামলায় অভিযুক্ত প্রধান আসামিসহ দু’জনকে আদালতে হাজির করা হয়। আদালতে ধর্ষকদের পক্ষে সিলেট বারের কোন আইনজীবি দাঁড়াননি। সকল আইনজীবিই ধর্ষকদের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। নৈতিক অবস্থান থেকে ঘৃণ্য ধর্ষক আসামিদের পক্ষে না দাঁড়ানোয় সিলেট বারের আইনজীবিদের আমরা ধন্যবাদ জানাচ্ছি। বিবৃতিতে বলা হয় গণধর্ষণ মামলার সকল আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।