৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ৮:৪৬

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

সুনামগঞ্জে দুজনের ১৪ বছরের কারাদণ্ড

সুনামগঞ্জ প্রতিনিধি: নারী ও শিশু নির্যাতন মামলায় সুনামগঞ্জে আপন ও মাসুদ মিয়া নামে ২ জনকে ১৪ বছরে কারাদণ্ড, একইসাথে ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

দণ্ডপ্রাপ্ত আসামি আপন ধর্মপাশা উপজেলার চকিয়াচাপুর গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে ও অপর আসামি মাসুদ মিয়াকে একই গ্রামের বাদুর আলীর ছেলে।

মঙ্গলবার দুপুরে এই রায় দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল (দায়রা জজ) এর বিচারক মো. জাকির হোসেন।

এই মামলা অপর দুই আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর নান্টু রায় এই রায়ের সত্যতা নিশ্চত করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০০৬ সালের ১৬ মার্চ সন্ধ্যায় ধর্মপাশা থানাধীন চকিয়াচাপুর গ্রামস্থ এক কৃষকের মেয়ে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘর থেকে বের হলে সাজাপ্রাপ্ত আসামীরা মেয়েটিকে অপহরণ করে। এই ঘটনায় ভোক্তভোগী মেয়ে বাদী হয়ে ৪ জনকে আসামী করে সংশ্লিষ্ট থানায় এজহার দাখিল করে। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ চার্জশিট দাখিল করেন। রাষ্ট্রপক্ষ ১৩ জন সাক্ষীর সাক্ষগ্রহণ শেষে দুই জনের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ হওয়ায় বিজ্ঞ আদালত এই রায় প্রদান করেন।