১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ২:৩৫

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জে গণটিকা কার্যক্রমে টিকা গ্রহণ করছে ৪৭১৩৬ জন

হবিগঞ্জ গণটিকা কার্যক্রমের একদিনে জেলায় মোট ৪৭ হাজার ১ শত ৩৬ জনকে করোনা প্রতিষেধক টিকা প্রদান করা হয়েছে। জেলায় ৭৮টি ইউনিয়ন এবং ৬টি পৌসভার ৮৪টি কেন্দ্রে একযোগে করোনা প্রতিষেধক গণটিকা প্রদান হয়।

৫০৪০০ জনের লক্ষমাত্রার বিপরীতে দিনব্যাপি বৈরী আবহাওয়ার মাঝেও ৪৭১৩৬ জন সাধারণ মানুষ একদিনে টিকা গ্রহণ করছেন। শতকরা হারে ৯৩.৩৫%।

৭ আগস্ট শনিবার সকালে গণটিকাদান কার্যক্রম শুরু করে জেলা স্বাস্থ্য বিভাগ হবিগঞ্জ।

রাতে ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোখলেছুর রহমান উজ্জল হবিগঞ্জ নিউজকে জানান, আজমিরীগঞ্জে ৩০০০ জন, বাহুবল ৪১৯৭ জন, লাখাই ৩৪৯৬ জন, চুনারুঘাটে ৬৬৯৯ জন, মাধবপুরে ৭৪৩০ জন, নবীগঞ্জে ৭৭৯০ জন , সদরে ৫৬৬১ এবং বানিয়াচংয়ে ৮৮৬৩ জন আজ টিকা প্রদান করা হয়।

জেলা সিভিল সার্জন ডা. এ কে এম মোস্তাফিজুর রহমানের সাথে আলাপকালে তিনি জানিয়েছেন, গণটিকা কার্যক্রমের প্রথমদিনে ৫০ হাজার ৪০০ মানুষকে টিকা দেয়ার প্রস্তুতি আমরা নিয়েছিলাম।