১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
দুপুর ১:২১

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জে টিসিবির মালামালে স্বস্থি সাধারণ মানুষের মাঝে, উপেক্ষিত স্বাস্থ্যবিধি

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) হবিগঞ্জে ন্যার্যমূল্যে মালামাল বিক্রি শুরু করেছে। মহামারী করোনা প্রতিরোধের লক্ষে সরকার ঘোষিত কঠোর লকডাউনের সময় এসব পণ্য হাতের কাছে পাওয়াতে সাধারণ মানুষ নিচ্ছে স্বস্থির নিঃশ্বাস।

সোমবার (৫জুলাই) থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাক দিয়ে এসব পণ্য বিক্রি শুরু হয়। তবে এসব পণ্য বিক্রির ক্ষেত্রে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। জেলা প্রশাসনের পক্ষ থেকে এবিষয়ে সংশ্লিষ্ট থানায় চিটি দিয়ে সহযোগীতা চাওয়া হয়েছে বলে জানা যায়।

সরেজমিন দেখা যায়, ন্যার্যমূল্যে এসব মালামাল ক্রয় করতে গাদাগাদি করে সাধারণ মানুষের দীর্ঘ লাইন। পুলিশের উপস্থিতি থাকলেও নেই মানুষের মাঝে স্বাস্থ্যবিধি পালনের তেমন কোন চিত্র। এতে করে একজন থেকে আরেকজন সংক্রমিত হওয়ার সম্ভাবনা থেকে যায়।

সচেতন মহল মনে করে, প্রশাসনের পাশাপাশি পণ্যবিক্রির সাথে সংশ্লিষ্টদেরকে এবিষয়ে আরো সচেতন এবং সক্রিয় হতে হবে।

এবিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার আমেনা বেগমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সোমবার থেকে টিসিবির মালামাল বিক্রি শুরু হয়েছে। স্বাস্থ্যবিধি পালনের জন্য আমরা স্থানীয় পুলিশের সহায়তা চেয়েছি। বিষয়টি এখন থেকে আমরা আরো গুরুত্ব দিয়ে দেখব।