১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:৫৯

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জে বইছে মৃদু শৈত্যপ্রবাহ

সারা দেশের ন্যায় হবিগঞ্জে মৃদু শৈত্যপ্রবাহ চলছে গতকাল থেকে। মৃদু শৈত্যপ্রবাহে শীত জেঁকে বসেছে হবিগঞ্জ জেলায় । জেলার চুনারুঘাট, নবীগঞ্জ, বাহুবল ও মাধবপুর উপজেলার বিশাল অংশজুড়ে পাহাড়ি এলাকা। এ পাহাড়ে বসবাস করছে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর মানুষ, চা, শ্রমিকসহ নিম্ন আয়ের মানুষেরা। শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে  তাদের জনজীবন।

দুর্ভোগে পড়েছেন শ্রমজীবীরা। দিন ও রাতে কন কনে শীতে সবচেয়ে বিপাকে পড়েছেন তারা। বিশেষ কোন প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাহিরে বের হন না। এতে রাস্তায় মানুষ জনের চলাচল কম,  এর প্রভাব পড়ে  রিক্সা চালকের দৈনিক আয়ে।

ঠান্ডা বাড়তে থাকায় শীতবস্ত্রের দোকানগুলোতে বেড়েছে  বেচাকেনা। অনেক মার্কেট গুলোতে ভীড় জমান ক্রেতাগণ।

আবার দেখা গেছে  অনেক পরিবারে শীতের পিঠা বানাতে ব্যস্ত।  পরিবারের সকল সদস্যদের নিয়ে বিভিন্ন পিঠা খাওয়ার ব্যবস্থা করা হয়।

সকালে গ্রাম বাংলার মানুষেরা আগুন ঝালিয়ে শীত নিবারণের জন্য ব্যস্ত হয়ে পড়ে।

আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয় সারাদেশে আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে এই মৃদু শৈত্যপ্রবাহ।