৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ৮:০২

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জে বাল্য বিয়ে প্রতিরোধে ভূমিকা রাখার অঙ্গীকার প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের

শাহ ফখরুজ্জামানঃ বাল্য বিয়ে ও জঙ্গীবাদ প্রতিরোধ এবং জন্মনিবন্ধন বিষয়ে সচেতনতা বৃদ্ধিসহ সরকারের গৃহিত কর্মসূচির প্রচারনার অঙ্গীকার করলে হবিগঞ্জের প্রশিক্ষণপ্রাপ্ত ১শ ইমাম। হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহানের আহবানে তারা এই অঙ্গীকার করেন।

আজ বুধবার দুপুরে হবিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে হবিগঞ্জ জেলা পর্যায়ে জাতীয় প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন ও বঙ্গবন্ধু ও স্বাধীনতা শীর্ষক আলোচনা সভায় জেলা প্রশাসক প্রধান অতিথির বক্তৃতায় এই আহবান জানান।

ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল্লাহ, হবিগঞ্জ দারুসুন্নাহ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ফারুক মিয়া।

আলোচনায় অংশ নেন মাওলানা শামছুল হক মুসা,মুফতি আব্দুল মজিদ পিরিজপুরী ও মাওলানা আমিনুল হক।

সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে ১শ জন প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম ছিলেন।