১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
সকাল ১১:১০

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জে লকডাউনের এক সপ্তাহ: ৬৯৫ ব্যক্তিকে প্রায় ৬ লক্ষ টাকা জরিমানা

কঠোর লকডাউন ও সরকারি বিধি নিষেধ প্রতিপালন করতে হবিগঞ্জ সদরসহ ৯ টি উপজেলায় কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন।

১ জুলাই থেকে ৮ জুলাই পর্যন্ত জেলা সদর ও প্রত্যেকটি উপজেলায় জেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর টহল অব্যহত রয়েছে।

জেলা প্রশাসনের মিডিয়া সেলের দায়িত্বে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহীম জানিয়েছেন ১ জুলাই থেকে ৮ জুলাই পর্যন্ত বিগত এক সপ্তাহে হবিগঞ্জ জেলায় মোট ১০৪ টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ৬৯৫ জন ব্যক্তিকে ৫,৮৭,৭০০ (পাঁচ লক্ষ সাতাশি হাজার সাতশ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

আরো পড়ুনঃ

হবিগঞ্জে লকডাউনের ৮ম দিনে ৪৩ ব্যক্তিকে ২৩,৬০০ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান আকস্মিক জেলা সদর হাসপাতাল পরিদর্শন

আজমিরীগঞ্জে মুজিববর্ষের আশ্রয়ন প্রকল্পের ঘরে দেখা দিয়েছে ফাটল

জেলা সদরসহ কঠোর লকডাউন কার্যকর করতে জেলার নবীগঞ্জ, বাহুবল, শায়েস্তাগঞ্জ, লাখাই, চুনারুঘাট, মাধবপুর, আজমিরীগঞ্জ ও বানিয়াচং উপজেলায় পুলিশ, আনসার, র‌্যাব, বিজিবির পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করে কঠোর লকডাউন পালনে টহল জোরদার অব্যাহত করা হয়েছে৷

বিভিন্নস্থানে দোকানপাট খোলা রাখায় ও স্বাস্থ্যবিধি না মেনে সরকারি বিধি নিষেধ অমান্য করায় অর্থদণ্ড করা হচ্ছে৷