৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সকাল ৬:১০

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জ চুনারুঘাট প্রবাসী উন্নয়ন পরিষদ’র আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

হোসাইন মির্জা: “বিভেদ নয় ঐক্য চাই, চুনারুঘাটবাসীকে পাশে চাই” এই শ্লোগানকে সামনে রেখে, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত চুনারুঘাট উপজেলার প্রবাসীদের নিয়ে গত পহেলা জুন ২০২০খ্রিঃ গঠিত হয় চুনারুঘাট প্রবাসী উন্নয়ন পরিষদ নামে একটি অরাজনৈতিক, অলাভজনক, সেচ্ছাসেবী সামাজিক সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন সাসাজিক ও শিক্ষার মান-উন্নয়ন মূলক কর্মকাণ্ড করে আসছে সংগঠনটি।

আজ ২২ অক্টোবর (বৃহঃস্পতিবার) সকাল ১১ টায় চুনারুঘাট উপজেলার উত্তর বাজার “নতুন কুঁড়ি বিদ্যানিকেতন” স্কুলে চুনারুঘাট প্রবাসী উন্নয়ন পরিষদ’র আনুষ্ঠানিক আত্মপ্রকাশ উপলক্ষ্যে দরিদ্রদের মধ্য নগদ অর্থ প্রদান, মাদক বিরুধী রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দরিদ্র্য চ্যারিটি ফাউন্ডেশন টিম হবিগঞ্জের জেলা কো-অরডিনেটর জনাব নাসির হোসাইন তানভীর এর পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন চুনারুঘাট প্রবাসী উন্নয়ন পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা সাংবাদিক হোসাইন আহমেদ মির্জা। অনুষ্ঠানে সভাপতির আসন গ্রহণ করেন সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা জনাব মোঃ নাঈম তরফদার সোহোল। অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট পৌর মেয়র জনাব নাজিম উদ্দিন শামসু, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হুসাইন আলী রাজন সাবেক চেয়ারম্যান ১০নং ইউপি, এডভোকেট মোঃ নজরুল ইসলাম।

বক্তব্য রাখেন চুনারুঘাট প্রবাসী উন্নয়ন পরিষদের অন্যতম প্রতিষ্ঠতা জনাব মীর রাজিব ও আব্দুল কাইয়ুম আক্তার, বক্তব্য রাখেন হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি জনাব মুহিত চৌধুরী, মাওঃ এমদাদুল হক চৌধুরী ডি সি পি উচ্চ বিদ্যালয়, সাংবাদিক মিজানুর রহমান, কাজী আব্দুল আজিজ মাষ্টার, মাহফুজ চৌধুরী কাউন্সিলর পদপ্রার্থী পৌরসভার ৩নং ওয়ার্ড, সাংবাদিক খন্দকার মায়া সভাপতি মাদক বিরোধী শক্তি চুনারুঘাট, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী জিন্নাহ্, সাংবাদিক খন্দকার আলাউদ্দিন, প্রতিবন্ধী অধিকার সংরক্ষণ ও উন্নয়ন পরিষদের সেক্রেটারি জনাব আবুল কাশেম সুমন প্রমুখ।