১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:৪২

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জ চৌধুরী বাজার ও খাজা গার্ডেন সিটিতে জরিমানা

মীর দুলালঃ

অদ্য ১৬ ই সেপ্টেম্বর রোজ বুধবার ২ টায় হবিগঞ্জ চৌধুরী বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক(অতিরিক্ত সচিব) মহোদয়ের সার্বিক নির্দেশনায় হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব দেবানন্দ সিনহার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

বেশি দামে পেয়াজ বিক্রির দায়ে মেসার্স শামীম স্টোর কে ২ হাজার টাকা ও শেখ জুলি স্টোর কে ২ হাজার টাকা অর্থদন্ড করেন!

ও খাজা গার্ডেন সিটির এম এম টেলিকম কে আন অফিসিয়াল মোবাইল ফোন বিক্রির অপরাধে ৩৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

মোট ৩টি প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর হবিগঞ্জ।

হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী কর্মকর্তা জনাব দেবানন্দ সিনহা, চৌধুরী বাজার এলাকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য যাচাই করেন এবং দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টাঙিয়ে রাখা বাজার ও বাজারের ব্যবসায়ীদের ডিজিটাল পাল্লা ব্যবহার করার জন্য নির্দেশ প্রদান করেন ।

অভিযানে সহযোগিতা করেন হবিগঞ্জ চৌধুরীবাজার পুলিশ ফাঁড়ির এ এস আই আবুল কালাম সহ এক দল পুলিশ ।

জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে বলে তিনি জানান ।