৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সকাল ৮:২৭

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

সিওবি কর্তৃক চুনারুঘাটে চা শ্রমিকদেরকে উপহার প্রদান

হোসাইন মির্জাঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় লালচাঁদ চা-বাগান কন্ট্রিবিউশন ফর বাংলাদেশ টিম হবিগঞ্জ’র দরিদ্র্য চা-শ্রমিকদের মাঝে উপহার প্রদান। আজ ১লা জানুয়ারি (শুক্রবার) বিকাল ৩ ঘটিকায় চা-বাগান মাঠে পাঁচশত (৫০০) কাপড় উপহার দেয় হয়।

নতুন বছরকে আমন্ত্রণ জানাতে ৫নং শানখলা ইউনিয়নে সবুজ চা-বাগানের মাঝে রঙ-বেরঙের বেলুন দিয়ে সাজানো হয়েছে পুড়ো মাঠ।

কিসের উৎসব!! কাদের জন্য এত আয়োজন!! তা বুঝে উঠতে পারছে না গহীন পাহাড়ী এলাকার চা বাগানের শ্রমিকরা। বার বার উঁকি ঝুঁকি দিয়ে শুধু দেখছন।

তাদেরকে অবাক করিয়ে দিলো কন্ট্রিবিউশন ফর বাংলাদেশ – (COB) টিম হবিগঞ্জের স্বেচ্ছাসেবকরা। কারণ, তাদের জন্য এত আয়োজন এত উৎসব যা তাদের কল্পনার বাইরে।

Contribution For Bangladesh

Contribution For Bangladesh -(COB) মেম্বাররা চট্টগ্রাম এবং হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে তাদের জন্য ৫০০ টি পোশাক উপহার পাঠান। সবার হাতে হাতে নতুন বছরের প্রথম দিনের উপহার। ব্যাগ ভর্তি করে একগুচ্ছ ভালোবাসা নিয়ে যাচ্ছে। আর দিচ্ছে সকল সেচ্ছাসেবকদের নির্মল কিছু হাসি উপহার।

আর এভাবেই COB মেম্বাররা নতুন বছরের প্রথম দিন উদযাপন করেছে। পরিশেষে তারা সবাই কে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন।