কষ্টের ফেরিওয়ালা
রেজওয়ানা আহমেদ
কষ্ট নিবে…. কষ্ট..
কোথায় তোমরা দেখে যাও এসে..
চুড়ি নয়, ফিতা নয়, মাথার কাটা নয়..
আছে হরেক রকমের কষ্টের সমাহার,
কষ্ট নিবে গো কষ্ট…
সবাই আছে অতই সুখে
এক বিন্দু কি আছে কষ্ট ?
কষ্ট কষ্টে জর্জরিত হই
হচ্ছে জীবন নষ্ট |
সুখের পবনে কেউ নৌকা ভাসায়
কারোও জীবন করে নষ্ট,
সাম্য মিত্র বাঁধা হয়ে যায় বেলায় অবেলায়
করছে শত পথ ব্ষ্টি |
ঘর যে মোর দালান কোঠা
তবুও পড়ে বৃষ্টি,
ক্ষুধার তাড়নায় কাঁদে শিশু
আপনজন হয়েছে নষ্টি |
টাকা আছে অনেক মোর – জিম্মা ধারের কাছে
কষ্ট ফেরি করে কাটাবো বেলা
তবুও এক পয়সা নিয়ে করবো খেলা…
কষ্ট নিবে গো কষ্ট…..
লাল, নীল, হলুদ, বেগুনী হরেক রকমের আছে.. কষ্ট
লাল কষ্ট দেয় বুকে ব্যথা করি আর্তনাদ
নীল কষ্ট দেয় শিশুর রক্ত টানের কান্নায়..
হলুদ কষ্ট দেয় বিনা দোষে চাবুকের আঘাতের..
বেগুনী কষ্ট দেয় অসুস্থ শিশুর মুখে আপনজন দেখার আকূল চাহ্ নীতে |
হরেক রকমের কষ্টের সাগরে চলছে ভাংগা তরী
নাও খানি হয়তো লাগবে সেথা —
তখন ঝরবে না ঘরে বৃষ্টির পানি…
এতো কষ্টের সমাহারে সাজিয়ে রেখে আছো অনেক দূর
পাবে কি একমুঠো নীড়ে শান্তির আশা
আপনজনদের কাছ থেকে…
কেড়ে নিয়ে মুখের ভাষা … |
কষ্টের ফেরিওয়ালা আমি কষ্ট করি বিক্রি
কেউ নেবে না একটা ও কষ্ট..
থাকবে সব ভরি ভরি…
উপহার দেওয়া কষ্ট গুলো – বুকে ধরে রাখি…. |
এতো কষ্টের আয়োজন করে দিয়েছে যে মোরে
শত চেষ্টা করে পাবে না ও সুখ….
তাড়াবে হিংস্র মনের দাবানলে…
ফেরারী পথিক হয়ে আসবে নীড়ে অবশেষে
কষ্টের ফেরিওলার…
বৃষ্টির পানি পড়া ঘরে |