হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে সোমবার (২৫ আগষ্ট) একাডেমিক ভবন-১ এর সম্মুখস্থলে জার্ম প্লাজম সেন্টার তৈরীর নিমিত্তে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ।
কৃষাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান, অধ্যাপক ড. আবেদ চৌধুরী কর্তৃক প্রেরিত আগর গাছের চারা রোপণের মাধ্যমে উক্ত জার্ম প্লাজম সেন্টার তৈরীর উদ্বোধনী কার্যক্রম শুরু করা হয়। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে জার্ম প্লাজম সেন্টার তৈরীর উদ্যোগ নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ বলেন, জার্ম প্লাজম কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমকে আরো গতিশীল করে তোলা।