পি.আর. পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে আজ বুধবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সভাপতি আলহাজ্ব মহিম উদ্দিন আহমেদ সোহেল, এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি আলহাজ্ব শামস হুদা।
এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন,
“জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের ৫ দফা দাবি আদায়ে শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখবে।”