জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

নবীগঞ্জে অবৈধভাবে পাহাড় কেটে মাটি উত্তোলন, একজনকে ৫০ হাজার টাকা জরিমানা

অবৈধভাবে পাহাড় কেটে মাটি উত্তোলনের দায়ে নবীগঞ্জে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

জানা যায়, ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে নবীগঞ্জ উপজেলার দিনারপুর পরগনার কুড়াউরা এলাকায় উসমত উল্লাহর ছেলে ফুলর মিয়া অবৈধভাবে পাহাড় কেটে মাটি উত্তোলন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে  প্রত্যয় হাশিম সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান পরিচালনা করেন।

 

অভিযানকালে ফুলর মিয়াকে পাহাড় কেটে মাটি উত্তোলনের সময় হাতেনাতে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ৪ ধারা অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশিম জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধভাবে পাহাড় ও মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।