25.9 C
Habiganj
বুধবার, ১৮ মে ২০২২

অসুস্থ হয়ে ‘বেড রেস্ট’-এ সিলেটের কটাই মিয়া খ্যাত সাহেদ মোশারফ

সুমন আলী খাঁনঃ অসুস্থ হয়ে ‘বেড রেস্ট’-এ আছেন সিলেটের জনপ্রিয় নাট্য অভিনেতা সাহেদ মোশারফ ওরপে কটাই মিয়া। যার কারণে বর্তমানে তার নাটকে শুটিংয়ের কার্যক্রম বন্ধ রয়েছে।

জানা যায়, সোমবার (২৮ সেপ্টেম্বর) কোমরের ব্যথা জনিত কারণে অক্টোবরের ১০ তারিখ পর্যন্ত ‘বেড রেস্ট’-এ থাকার জন্য পরামর্শ দিয়েছেন সিলেট আখালিয়াস্থ মাউন্ট এডোরা হাসপাতালের কিডনি, হাড় ও বাথ ব্যথা বিশেঞ্জ ডাক্তার মোস্তফা তৌফিক। তিনি শারিরীক সমস্যার কারণে তার ব্যক্তিগত ফেসবুক আইডি ও ফেসবুক পেজে পোস্ট দিয়ে সকলের দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, সিলেটের জনপ্রিয় নাট্য অভিনেতা কটাই মিয়া দীর্ঘ অনেক বছর ধরে সিলেটের আ লিক ভাষায় নির্মিত নাটকে কাজ করে তিনি কটাই মিয়া নামে জনপ্রিয়তা অর্জন করেছেন সিলেট তথা সারাদেশে।

এছাড়াও যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডা সহ বিশ্বের বেশ কয়েকটি রাষ্ট্রেও জনপ্রিয়তা পেয়েছেন তিনি। তিনি তার অভিনয়ের জন্য সামাজিক সংগঠনসহ বিভিন্ন সংস্থা থেকে বেশ কয়েকটি পুরষ্কার লাভ করেছেন। সিলেটের আ লিক ভাষার সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে পালন করে আসছেন ঐতিহাসিক ভূমিকা।

প্রিয় পাঠক

আপনার আশেপাশের যে কোন সমস্যার কথা আমাদেরকে লিখে পাঠান। এলাকার সম্ভাবনার কথা, মাদক, দুর্নীতি, অনিয়ম আর সন্ত্রাসী কর্মকান্ডের বিষয়ে সুনির্দিষ্ট তথ্যসহ পাঠিয়ে দিন আমাদের ই-মেইলে।
ই-মেইলঃ habiganjnews24@hotmail.com

আমাদের সাথে থাকুন

44,536FansLike
54,367FollowersFollow
4,359FollowersFollow
5,632SubscribersSubscribe

ক্যালেন্ডার