স্টুডেন্ট ভিসায় ইউ.কে তে উচ্চ শিক্ষা গ্রহনের উদ্দেশ্যে গমনিচ্ছুক শতাধিক ছাত্র-ছাত্রীদের নিয়ে দিনব্যাপী UK Education Fair কর্মশালা করা হয়েছে।
গত শনিবার হবিগঞ্জ প্রেসক্লাবে স্কাই এডুকেশন সিলেট অফিসের উদ্দেগ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত এডুকেশন ফেয়ারে ইউ.কে গমনিচ্ছুক শতাধিক ছাত্র-ছাত্রীদেরকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহনের যাবতীয় পরামর্শ দেয়া হয়।
পাশাপাশি স্কাই এডুকেশনের ওয়েবসাইট ও মোবাইল এ্যাপ ব্যবহার করে ইউ.কে সহ বিশ্বের অন্যান্য দেশের ইউনিভার্সিটিগুলোতে ছাত্র-ছাত্রীরা কিভাবে নিজেরাই ভর্তির যাবতীয় কর্যক্রম দ্রুততার সাথে করতে পারবে সেসব বিষয় প্রেজেন্টেশনের মাধ্যমে দেখানো হয়।
বিশেষ করে আধুনিক প্রদ্ধতিতে মোবাইল এ্যাপস্ এর মাধ্যমে দেশ বিদেশের অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা IELTS এর ক্লাশ সম্প্রচার, সিকিউরড্ টিউশন ফ্রিট্রান্সপারসহ যাবতীয় বিষয়াদী প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, হবিগঞ্জ শাহজালাল দারুস্ সুন্নাহ মডেল মাদ্রাসার প্রিন্সিপাল মোস্তাফিজুর রহমান আল আজহারী। এছাড়াও উপস্থিত ছিলেন স্কাই এডুকেশন সিলেট অফিসের চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন, ঢাকা অফিসের পরিচালক মোঃ আলতাফ শরীফ, সিলেট অফিসের পরিচালক মীর মোহাম্মদ এমদাদুল হক, এডমিন মোঃ ইকবাল হোসেন প্রমূখ।